চাঁদপুরের মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫২টি বালু জাহাজকে পাঁচ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে চাঁদপুর সদর এসিল্যান্ড মো. হেদায়েত উল্যাহ অভিযান চালিয়ে প্রতিটি বালু জাহাজকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করেন।
এ ব্যাপারে চাঁদপুর সদর এসিল্যান্ড মো. হেদায়েত উল্যাহ জানান, বালু জাহাজ কর্তৃপক্ষ বালু কোন জায়গা থেকে সংগ্রহ করেছে তার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
এ ব্যাপারে চাঁদপুরের নৌ-পুলিশের এসপি মোহাম্মদ কামরুজ্জামান জানান, স্থানীয় ব্যক্তি কর্তৃক চাঁদপুরের মেঘনা নদীতে বালু জাহাজ আটক করার খবর আসে; কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কেউ জাহাজ আটকাতে পারে না। বিষয়টি আমি চাঁদপুর জেলা প্রশাসককে জানিয়েছি। তিনি মেঘনা নদীতে এসিল্যান্ডকে পাঠিয়েছেন।
এ ব্যাপারে চাঁদপুরের নৌ থানার ওসি কামরুজ্জামান জানান, কে বা কারা চাঁদপুরের মেঘনা নদীতে বালু জাহাজ আটক করেছে এমন খবর আসে। যেহেতু এরিয়া আমার না, তাই বিষয়টি সম্পর্কে কিছু বলতে পারছি না।