Logo
Logo
×

সারাদেশ

কেসিসি নির্বাচন: ট্রাফিকের একাধিক চেকপোস্টে ৩০ লাখ টাকা জরিমানা

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৯ মে ২০২৩, ১০:৩৫ পিএম

কেসিসি নির্বাচন: ট্রাফিকের একাধিক চেকপোস্টে ৩০ লাখ টাকা জরিমানা

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনায় ট্রাফিক পুলিশ একাধিক চেকপোস্ট স্থাপন করেছে। নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন আটক, মামলাসহ ৩০ লাখ টাকার রাজস্ব আদায় করা হয়েছে।

কেএমপির ডিসি ট্রাফিক মনিরা সুলতানা সোমবার দুপুরে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, নির্বাচন কমিশন ও কেএমপি কমিশনারের নির্দেশনায় গত ১ মে থেকে ২৮ মে পর্যন্ত এ জরিমানা আদায় করা হয়। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১১২টি চেকপোস্টের মাধ্যমে বিভিন্ন যানবাহনে দুই হাজার ৪৪১টি মামলা করা হয়। মামলাগুলোর মাধ্যমে জরিমানা আদায় করা হয় ২৭ লাখ ৬৮ হাজার ৫৫০ টাকা। এছাড়া এ সময় আটক করা হয় ৭২৬টি যানবাহন। আটক যানবাহন থেকে জরিমানা আদায় করা হয় দুই লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে কেএমপির ট্রাফিক পুলিশ প্রায় ৩০ লাখ ৬৫ হাজার ৫০ টাকা আদায় করে।

কেএমপির ডিসি ট্রাফিক মনিরা সুলতানা যুগান্তরকে বলেন, নির্বাচন কমিশন ও কেএমপি কমিশনারের নির্দেশে আমরা গত ১ মে থেকেই এ কার্যক্রম শুরু করি। প্রতিদিন আমাদের কার্যক্রমের ফলোআপ রিপোর্ট দেওয়া লাগত। ৩১ মে পর্যন্ত অভিযান চলবে।

উল্লেখ্য, আগামী ১২ জুন কেসিসি নির্বাচন। নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ ৩১টি ওয়ার্ডে ১৩৬ জন এবং সংরক্ষিত ১০টি মহিলা আসনে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম