Logo
Logo
×

সারাদেশ

৮ বছরে ১০ হাজার নরমাল ডেলিভারির নজীর গড়েছেন ডা. ইসমাত

Icon

হোসাইন আহমদ, মৌলভীবাজার

প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৩:৫৪ পিএম

৮ বছরে ১০ হাজার নরমাল ডেলিভারির নজীর গড়েছেন ডা. ইসমাত

চা বাগান ও হাওড় পারের দরিদ্র দিনমজুর পরিবারের গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইসমাত জাহান।

ইতোমধ্যে তিনি মৌলভীবাজারেই প্রায় ১০ হাজার মায়ের নরমাল ডেলিভারি করিয়েছেন। এরমধ্যে অধিকাংশ চা বাগান ও হাওড় পারের দরিদ্র দিনমজুর পরিবারের মা।

২০১৪ সাল থেকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে গাইনি চিকিৎসক হিসাবে যোগদান করা ডা. ইসমাত জাহান বলেন, একজন মায়ের পূর্বে দুটা সিজার হয়েছে কিন্তু চলতি মাসে চেষ্টা করে নরমাল ডেলিভারি করিয়েছি। একই অবস্থা ছিল আরেক মায়ের।

তার পূর্বে একটা সিজার হয়েছে, কিন্তু আমি চেষ্টা করে চলতি মাসেই নরমাল ডেলিভারি করিয়েছি। এতে উভয় পরিবারের সদস্যরা অনেক খুশি হয়েছেন। ডা. ইসমাত জাহান আরও বলেন, আমার নৈতিক দায়িত্ববোধ থেকেই আমি নরমাল ডেলিভারির চেষ্টা করি।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক বলেন, আমাদের হাসপাতালের ডা. ইসমাত জাহানসহ সব গাইনি চিকিৎসকরা দায়িত্বের প্রতি আন্তরিক। তবে ডা. ইসমাত জাহান ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেন।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম