টঙ্গীবাড়ীতে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৩, ১১:২২ পিএম
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জাতীয় পার্টি উপজেলা শাখার আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টি আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির প্রখ্যাত আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ ও প্রেসিডিয়াস সদস্য শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির উপদেষ্টা ও সাবেক এমপি মো. জামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব নোমান মিয়া, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গোলাম কাদির।
প্রধান বক্তা ছিলেন, জাতীয় পার্টির জেলা যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ বক্তা ছিলেন জাতীয় পার্টির টঙ্গীবাড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুল হাকিম খান, জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য রফিকুল্লাহ সেলিম, মুন্সীগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো.আসাদুজ্জামান বাবুল, সিরাজদীখান উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল হাকিম হাওলাদার, মুন্সীগঞ্জ পৌরসভা জাতীয় পার্টির আহবায়ক মো.ফারুক আহম্মেদ, মিরকাদিম পৌরসভা জাতীয় পার্টির সদস্য সচিব মো.ইসমাইল হোসেন রাহাত।
সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো.দেলোয়ার হোসেন খান বাদল। সঞ্চালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা জাতীয় পার্টি আহবায়ক কমিটির সদস্য সচিব মো.লিয়াকত আলী খান।
অনুষ্ঠানে টঙ্গীবাড়ী উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুল হাকিম খান ও টঙ্গীবাড়ী উপজেলা জাতীয় পার্টি আহবায়ক মো.দেলোয়ার হোসেন খান বাদল তারা দুইজনই টঙ্গীবাড়ী উপজেলা জাতীয় পার্টি সভাপতি প্রার্থী হয়। সভাপতি প্রার্থী একাধীক হওয়ায় অতিথিরা এই পদটি ঘোষণা করেনি। তবে বিনা প্রতিদ্বন্দিতায় টঙ্গীবাড়ী উপজেলা জাতীয় পার্টি আহবায়ক কমিটির সদস্য সচিব মো.লিয়াকত আলী খান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।