‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি মনোনীত কলাগাছও জয়ী হবে’
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৩, ০৭:০৮ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিআই) সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, গাজীপুর সিটিতে নৌকার ভরাডুবি হয়েছে। মানুষ নৌকার বিকল্প ভালো প্রার্থী খোঁজে। তাই জনগণ একজন গৃহিণীকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। সরকার ইভিএম পদ্ধতিতে ভোট চুরি করে জনজোয়ারের কাছে টিকতে পারেনি।
শনিবার ঝালকাঠি জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন তিনি। সকাল ১০টায় শহিদ ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, ১৯৯৬ সালে খালেদা জিয়ার মাধ্যমে নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন বিরোধীদলীয় প্রধান শেখ হাসিনার দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না, জনগণ তা মানবে না। এ দাবিতে তিনি আন্দোলন সংগ্রামও করেছিলেন। এখন সেই শেখ হাসিনাই দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে ভোট ডাকাতি করছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ভোটচোর- ভোটডাকাতদের অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বিএনপি যদি কলাগাছকেও মনোনয়ন দিয়ে দাঁড় করায়; সেও বিপুল ভোটে বিজয়ী হবেন।
রাজনৈতিক প্রতিহিংসার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা প্রহসনের মামলা দিয়ে কারাগারে বন্দি রেখেছেন। তারেক রহমানের দিকনির্দেশনা ও কর্মতৎপরতার কারণে গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা প্রশংসনীয়।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে জনসমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল হক চান, সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, বরিশাল মহানগর যুবদল সভাপতি তছলিম উদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম সুমন, নির্বাহী সদস্য সালাহ উদ্দিন আহমেদ পিপলু ও ন্যাশনাল ডেমোক্রেটিভ পার্টির চেয়ারম্যান আবু তাহের।