Logo
Logo
×

সারাদেশ

মায়ের বিজয়ের পর যে ঘোষণা দিলেন জাহাঙ্গীর আলম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ মে ২০২৩, ০৮:০৪ পিএম

মায়ের বিজয়ের পর যে ঘোষণা দিলেন জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি করপোরেশনে নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের ছেলে ও তার মুখ্য নির্বাচন সমন্বয় কর্মকর্তা জাহাঙ্গীর আলম। ছবি: যুগান্তর

‘পঞ্চায়েত শাসনব্যবস্থা’ চালুর ঘোষণা দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনে নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের ছেলে ও তার মুখ্য নির্বাচন সমন্বয় কর্মকর্তা জাহাঙ্গীর আলম। 

শুক্রবার দুপুরে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকার নিজ বাসভবনে তিনি এ ঘোষণা দেন।

জাহাঙ্গীর এ সময় বলেন, ‘আমার মা মানে আপনাদের মা। আমার বাড়ি আপনাদের সবার জন্য উন্মুক্ত। যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে আপনারা আসবেন। আমার মা এবং আমি মিলে আপনাদের জন্য সার্বিকভাবে সহযোগিতা করব। সবার জন্য এ শহর। আমরা কারো সঙ্গে দ্বন্দ্ব চাই না। সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যেহেতু আছেন, উনার কাছ থেকে ন্যায়বিচার পাওয়া শুরু হয়েছে। অনেকে বিভিন্নভাবে পাঁয়তারা করেছিল; এ শহর শকুনের চাপায় পড়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। উনি আমাদের অভিভাবক, উনাকে সহযোগিতা করব।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম