Logo
Logo
×

সারাদেশ

উপজেলা চেয়ারম্যানের গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৩, ০৯:২২ পিএম

উপজেলা চেয়ারম্যানের গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের

ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক সড়কে ষাটপাকিয়া নামক স্থানে কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মনিরের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নলছিটি উপজেলার ষাটপাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. মামুন (৪৫)। তিনি নলছিটি উপজেলার মেরুহার এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ষাটপাকিয়া ফেরিঘাট এলাকায় থেকে মোটরসাইকেল আরোহী মামুন বাজারের প্রধান সড়কে উঠছিলেন। এ সময় বরিশাল থেকে আসা কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মনিরের সরকারি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে গেলে দুপুরেই তার মৃত্যু হয়।

নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যানের গাড়ি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। তার পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের গাড়িটির প্রকৃত চালক আল আমিনের পরিবর্তে গাড়িটি চালাচ্ছিলেন চেয়ারম্যানের ব্যক্তিগত মোটরসাইকেল চালক মো. বাবু।

মোবাইল ফোন রিসিভ না করায় চেয়ারম্যান এমদাদুল হকের বক্তব্য জানা যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম