Logo
Logo
×

সারাদেশ

ইভিএমের কারণে বিড়ম্বনায় পড়ছেন নারী ভোটারা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ মে ২০২৩, ১১:০৪ এএম

ইভিএমের কারণে বিড়ম্বনায় পড়ছেন নারী ভোটারা

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট শুরু হয়েছে সকাল ৮টা থেকে। বৃহস্পতিবার সকালে ভোট শুরুর আগেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ইভিএম এ ভোট হওয়ার কারণে নারী ভোটারদের সমস্যা হচ্ছে। ভোটদান প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে। 

শাইন উদ্দিন নগর পাবলিক স্কুলের আশীষ কুমার সাহা জানান, এটা নারী ভোটারদের কেন্দ্র। এখানে মোট ভোটার তিন হাজার চারশ সতের। দুপুর ১২টা পর্যন্ত এখানে ভোট পড়েছে মাত্র ১৬ ভাগ।

পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ধৈর্য্য নিয়ে ভোট দিচ্ছেন তারা।

এবারের নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিয়েছে পাঁচটি দল। তিন স্বতন্ত্রপ্রার্থীসহ ভোটের মাঠে রয়েছেন আট মেয়র প্রার্থী। বিএনপিসহ তাদের সমর্থনকারীরা ভোট বর্জন করেছেন। মেয়র পদে আটজন লড়লেও আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম