![রংপুরে স্বামী স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/05/25/image-678527-1684968482.jpg)
রংপুর নগরীতে হেরোইন রাখার অভিযোগে দায়ের করা মাদক মামলায় স্বামী ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার বিকালে রংপুরের জেলা ও দায়রা জজ শহীদুল ইসলাম এ রায় প্রদান করেন। রায় ঘোষনার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশি
পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।
আদালত ও মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ২৫ এপ্রিল রংপুর নগরীর তাজহাট এলাকায় একটি বাড়িতে এক দম্পতি হেরোইনসহ মাদক ব্যবসা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তারা ওই বাড়িতে অভিযান চালিয়ে ১২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে।
এ ঘটনায় মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম ও তার স্ত্রী ওজিফা বেগমকে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করা হয়।