Logo
Logo
×

সারাদেশ

মোবাইল অ্যাপসের মাধ্যমে জুয়ায় যুবসমাজ ধ্বংসের অভিযোগ

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রকাশ: ২৪ মে ২০২৩, ১০:৫৩ পিএম

মোবাইল অ্যাপসের মাধ্যমে জুয়ায় যুবসমাজ ধ্বংসের অভিযোগ

ফাইল ছবি

ঈশ্বরগঞ্জে মোবাইল অ্যাপসের মাধ্যমে জুয়া খেলায় যুবসমাজ ধ্বংস হওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও হাফিজা জেসমিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। জুয়া খেলে শত শত যুবক ও তাদের পরিবার অর্থনৈতিকভাবে নি:স্ব হওয়ার অভিযোগে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় সভায়।

সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ ও ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা অভিযোগ করেন, পলাশ নামে এক জুয়াড়ি উপজেলায় বিশেষ সিন্ডিকেট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশ-বিদেশে বিশেষ নেটওয়ার্ক গড়ে তুলছে। দেশের টাকা বিদেশে পাচার করছে বলেও এলাকাবাসীর অভিযোগ। আর এ জুয়ার খপ্পরে পড়ে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ নিম্নআয়ের মানুষ মুহূর্তেই লাখ লাখ টাকার মালিক হওয়ার স্বপ্নে মেতে উঠে ও নিজেরা ধ্বংস হচ্ছে। 

এ সভায় উপস্থিত তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ রানা, উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম অভিযোগ করেন, দ্রুত এসব অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। 

অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমপি ফখরুল ইমাম।

ওসি মোস্তাসিনুর রহমান জানান, ইতোমধ্যে পলাশ বিদেশে পাড়ি দিয়েছে বলে শুনেছেন। তার বিরুদ্ধে কেউ থানায় অভিযোগ করেনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম