ছুরিকাঘাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নিহত
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৩, ১০:৫০ পিএম
![ছুরিকাঘাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নিহত](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/05/24/image-678374-1684947020.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে ইকরাম এহমাদ (৩০) নামে জেলা ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় জেলা শহরের মুন্সেফপাড়ায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য রেদোয়ান আনসারী রিমোর বাসায় এ ঘটনা ঘটে।
ইকরাম মিয়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, ইকরাম এহমাদ শহরের মুন্সেফপাড়ায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য রেদোয়ান আনসারী রিমোর বাসায় আসা যাওয়া ছিল। বুধবার সন্ধ্যায় তার বাড়িতে মোটরসাইকেলের চাবি নিয়ে রিমোর মামাতো ভাই রায়হানের সঙ্গে ইকরামের বাগবিতণ্ডা হয়৷ এরই জেরে রায়হান ছুরিকাঘাত করে ইকরামকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় রায়হানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, ইকরাম জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আমরা হত্যাকারীদের বিচার চাই।