Logo
Logo
×

সারাদেশ

নবাবগঞ্জে আবাদি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ

প্রকাশ: ১৯ মে ২০২৩, ১০:০২ পিএম

নবাবগঞ্জে আবাদি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন

ছবি-যুগান্তর

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কান্দামাত্রা এলাকার অন্তত শতাধিক কৃষক পরিবার ও স্থানীয় জনসাধারণ তাদের কৃষিজমি ও ঘরবাড়ি রক্ষায় মানববন্ধন করেছেন। 

শুক্রবার বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় কৃষকরা জানান, গত ৩০ বছর ধরে তারা তাদের জমি চাষ করছেন। এসব জমিতে ইরি ধান, পাটসহ মৌসুমি সবজি উৎপাদন করে তারা জীবিকা নির্বাহ করেন।

সরকারিভাবে তাদের এলাকায় নতুন একটি খাল খনন করার কাজ প্রক্রিয়াধীন। এ খালটি খনন করা হলে তাদের বসতবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়বে। কৃষকরা খালের পরিবর্তে নতুন সড়কের দাবি করেন। যাতে তাদের সন্তানরা নিরাপদে স্কুল কলেজে যেতে পারে। এছাড়া কান্দামাত্রা এলাকার পুরাতন খালটি সংস্কারের দাবি জানান তারা। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন- কৃষক জাহেদ আলী, আইয়ুব খান, আসলাম মিয়া, কুলসুম বেগম, ছাহেরা খাতুন, সুরবালাসহ অন্তত শতাধিক কৃষক।

এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। প্রশাসন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মাঠপর্যায়ে বাস্তবায়ন করে থাকে। স্থানীয়রা এগিয়ে আসলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম