Logo
Logo
×

সারাদেশ

‘ভোট একটি পবিত্র আমানত’

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১১:০৪ পিএম

‘ভোট একটি পবিত্র আমানত’

ফাইল ছবি

গাজীপুর সিটিকে দুর্নীতি-দুঃশাসনমুক্ত পরিকল্পিত নগরী গড়তে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, ভোট যেমন একটি পবিত্র আমানত, তেমনি একটি সিটি করপোরেশনের মেয়র পদটিও গুরুত্বপূর্ণ। সেই কারণে জনগণের আমানত রক্ষা করে দুর্নীতি দুঃশাসনমুক্ত পরিকল্পিত নগরী গড়তে একজন দ্বীনদার আল্লাহভীরু মানুষকে নির্বাচিত করা সব শান্তিকামী নাগরিকের কর্তব্য।

এই আমানত রক্ষা ও কর্তব্য পালনে ২৫ মের নির্বাচনে গাজী আতাউর রহমানকে হাতপাখা প্রতীকে ভোট দিতে গাজীপুর সিটি করপোরেশন এলাকার ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। 

বৃহস্পতিবার বিকালে সদর মেট্রো থানার রেলস্টেশন সংলগ্ন জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদের সামনে হাতপাখা মার্কার সমর্থনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রেজাউল করীম আরও বলেন, নির্বাচন আয়োজন ও পরিচালনায় নির্বাচন কমিশনকে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কোনোরকম পক্ষপাতিত্ব করা হলে দেশে নতুন সংকট সৃষ্টি হতে পারে। আমরা আশা করি নির্বাচন কমিশন এ ভোটের মাধ্যমে জনগণের আস্থা তৈরি করে নতুন কোনো সংকট সৃষ্টি করবে না। 

এ সময় মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম