
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০২:০১ এএম
সুন্দরগঞ্জে ঝড়ের তাণ্ডবে ২৪৬ ঘরবাড়ি লণ্ডভণ্ড

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৩, ০৪:২৭ এএম

আরও পড়ুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ওপর দিয়ে গত দুদিনে বয়ে গেছে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি।
এসময় ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।ঝড়ের কবলে পড়ে ২৪৬টি ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে।
বুধবার (১৭ মে) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সুত্রে জানা গেছে, ঝড়ো হাওয়ায় ২৪৬ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে বেসরকারি হিসাবে আরও অনেক ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি।
সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওয়ালিফ মন্ডল জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে তালিকা সংগ্রহ করে তা জেলায় পাঠানো হয়েছে।