Logo
Logo
×

সারাদেশ

সন্দ্বীপ উপজেলা পরিষদ উপনির্বাচন: মুক্তিযোদ্ধাদের অসম্মান করায় বিপাকে নৌকার প্রার্থী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মে ২০২৩, ০৯:৫৭ পিএম

সন্দ্বীপ উপজেলা পরিষদ উপনির্বাচন: মুক্তিযোদ্ধাদের অসম্মান করায় বিপাকে নৌকার প্রার্থী

সন্দ্বীপ উপজেলা পরিষদ উপনির্বাচনে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিপাকে পড়েছেন নৌকার প্রার্থী মাঈন উদ্দিন মিশন। সম্প্রতি কালাপানিয়া ইউনিয়নে নির্বাচনি প্রচারণা চালাতে গিয়ে তিনি এক জনসভায় বলেছেন, মুক্তিযোদ্ধারা সন্দ্বীপে একজন শিক্ষককে হত্যা করেছে। একজন ভালো মানুষকে হত্যা করেছে। ওই মুক্তিযোদ্ধারা এখন সন্দ্বীপকে ধ্বংস করতে চাচ্ছে।

মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদে অনুষ্ঠিত ওই জনসভায় মাঈন উদ্দিন মিশন বলেন, ‘এই কামাল উদ্দিনকে কারা হত্যা করেছে? মুক্তিযোদ্ধারা। কিছু বিপৎগামী মুক্তিযোদ্ধা তাকে হত্যা করেছে। উনি (কামাল উদ্দিন) ছিলেন একজন শিক্ষক। ভালো মানুষ। সেই ভালো মানুষকে মুক্তিযোদ্ধারা হত্যা করেছে। এখন তারা প্রার্থী হয়েছে সন্দ্বীপকে ধ্বংস করার জন্য। 

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, আপনারা ঐক্যবদ্ধ হোন। এ জাতীয় মুক্তিযোদ্ধারা কালাপানিয়ায় আসলে প্রতিহত করবেন। আপনারা উন্নয়নের পক্ষে থাকুন। মাননীয় সংসদ সংসস্য আপনাদের উন্নয়ন দিচ্ছেন তার পক্ষে কাজ করুন। 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন।

সন্দ্বীপ উপজেলা পরিষদ উপনির্বাচনে ৪ প্রার্থীর মধ্যে দুজন মুক্তিযোদ্ধা রয়েছেন। তাদের মধ্যে একজন সন্দ্বীপ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, অপরজন জাসদ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাহমুদ। এরা দুজনই মুক্তিযুদ্ধে সন্দ্বীপে নেতৃত্ব দিয়েছেন এবং সন্দ্বীপকে হানাদার মুক্ত করেছেন।

এদিকে এই বক্তব্যকে কেন্দ্র করে পুরো সন্দ্বীপজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মিশন। মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষজন বলছেন, অবিলম্বে এই বক্তব্যের জন্য মাঈন উদ্দিন মিশনকে মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এ ধরনের বক্তব্য দিয়ে তিনি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম