Logo
Logo
×

সারাদেশ

‘সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করছে প্রেস কাউন্সিল’

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১৫ মে ২০২৩, ১০:৩০ পিএম

‘সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করছে প্রেস কাউন্সিল’

সুনামগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সুনামগঞ্জ সার্কিট হাউজের কনফারেন্স রুমে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন শীর্ষক এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. মাসুদ খান, জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. আব্দুস সাত্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস কাউন্সিলের সুপারিন্টেনডেন্ট মো. শাখাওয়াত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বাস্তব ও ন্যায়সঙ্গত লেখনির মাধ্যমে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের মানোন্নয়নের জন্য কাজ করছে প্রেস কাউন্সিল। 

বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে যারা মামলা করবেন অথবা সাংবাদিকরাও যদি কারও বিরুদ্ধে মামলা করেন তাহলে প্রেস কাউন্সিলে করতে পারবেন। এর মাধ্যমে কিছুটা হলেও মামলার জট কমবে বলে আমার ধারণা। 

সেমিনারে সাংবাদিকদের মধ্যে সিনিয়র সাংবাদিক দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমেদ তালুকদার, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্র, সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, বাসস প্রতিনিধি আল-হেলাল, কালেরকণ্ঠ ও ৭১ টিভি প্রতিনিধি শামস শামীম, আরটিভি প্রতিনিধি শহীদনূর আহমেদ, ডিভিসি টিভি প্রতিনিধি সাইদুর রহমান আসাদ ছাড়াও সুনামগঞ্জে কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য দেন। 

এতে বিটিভি প্রতিনিধি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর প্রমুখ উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম