ছেলেকে বাঁচাতে দেবেন কিডনি, স্থাপনের টাকা নিয়ে দুশ্চিন্তায় মা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৩, ০৯:২৭ পিএম
![ছেলেকে বাঁচাতে দেবেন কিডনি, স্থাপনের টাকা নিয়ে দুশ্চিন্তায় মা](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/05/14/image-674637-1684078066.jpg)
সন্তানের দুটি কিডনিই বিকল। মা দিবসে মায়ের ঘোষণা সন্তানকে বাঁচাতে মা শানু বেগম দেবেন একটি কিডনি। তবে তা স্থাপন করতে সাত লাখ টাকা প্রয়োজন।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের মিয়াজি বাড়ির মুকবুল হোসেনের ছেলে শাওন। মাত্র ১৭ বছর বয়সে দুটি কিডনিই বিকল হয়ে যায়। এ অবস্থায় এখন নিরূপায় পরিবার।
রোববার ‘মা দিবসে’ পরিবারের সঙ্গে কথা হলে জানা যায়, মুকবুল হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সেখানে কাজ না থাকায় দেশে ফিরে আসেন। তিনি এখন বেকার।
২০১৭ সালে শাওনের শারীরিক সমস্যা দেখা দিলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয় তার। এতে তার দুটি কিডনিতেই সমস্যা ধরা পড়ে। পরিবারের সামর্থ্য অনুযায়ী প্রায় ১৫ লাখ টাকা চিকিৎসা বাবদ খরচ করে এখন অর্থ সংকটে পরিবারটি।
শাওনের মা শানু বেগম একটি কিডনি সন্তানকে দিতে চান কিন্তু স্থাপন করতে প্রয়োজন সাত লাখ টাকা। এ টাকা সংগ্রহ করা অসম্ভব। এজন্য বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন মুকবুল হোসেন।