রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নে ঘূর্ণিঝড় মোখার আঘাত আনার আগে কৃষকের ধান কেটে দিয়েছেন কৃষক লীগের নেতাকর্মীরা। শনিবার দিনব্যাপী কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেন তারা।
শনিবার সকাল সাড়ে ১০টায় বানিবহ ইউনিয়নের বিচাত্রা গ্রামে দুলাল পাটোয়ারী নামে এক কৃষকের ধান কেটে ওই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক। এ সময় একই ইউনিয়নের শাজাহান শেখেরও ধান কেটে দেন তারা।
উপকারভোগী কৃষক দুলাল পাটোয়ারী বলেন, আমার ধান কে কেটে দিবে এ নিয়ে খুবই চিন্তায় ছিলাম। দ্রুত আমার ধান কাটার দরকার ছিল। তখন স্থানীয় কৃষক লীগকে বিষয়টি জানালে শুক্রবার কৃষক লীগের পক্ষ থেকে বলা হয় শনিবার সকালে আমার ধান কেটে তারা বাড়ি পৌঁছে দেবেন। শনিবার সকালে আমার ৪০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এতে আমার খুবই উপকার হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা আমাকে স্থানীয় কৃষকদের ধান কাটার বিষয়টি জানালে শনিবার থেকে আমাদের ধান কাটার এই কর্মসূচি উদ্বোধন করা হয়।
আমরা আজ দুজন কৃষকের ১ একর জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। কোনো কৃষকদের ধান কাটার প্রয়োজন হলে স্থানীয় কৃষক লীগের নেতাকর্মীকে অবহিত করলে তারা কৃষকদের ধান কেটে বাড়িতে পৌছে দেন।
ধান কাটা কর্মসূচি উদ্বোধনকালে কেন্দ্রীয় কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, জেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আবু বককার খান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আল মামুন আরজু, সাধারণ সম্পাদক আব্দুল আল আলালসহ স্থানীয় কৃষক লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।