Logo
Logo
×

সারাদেশ

‘জনগণ ভোটকেন্দ্রে যেতে পারলে জাতীয় পার্টির বিজয় সুনিশ্চিত’

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৯:১৪ পিএম

‘জনগণ ভোটকেন্দ্রে যেতে পারলে জাতীয় পার্টির বিজয় সুনিশ্চিত’

ছবি: যুগান্তর

রংপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেছেন খুলনার নেতারা।

শনিবার দুপুরে রংপুর নগরীর দর্শনার পল্লী নিবাসে এরশাদের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের মনোনীত খুলনা সিটি নির্বাচনের মেয়র প্রার্থীসহ নেতারা। 

এ সময় খুলনা সিটি কর্পোরেশনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম মধু নির্বাচনের কার্যক্রম শুরু করেছেন বলেও ঘোষণা দেন।

তিনি সাংবাদিকদের ইভিএম নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ইভিএমে ভোট দেওয়া নিয়ে এখনো খুলনা সিটি করপোরেশনের মানুষ জানেন না। যেহেতু জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করেছে নির্বাচন কমিশন। তাই খুলনা সিটিতেও ইভিএমে ভোট দেওয়ার পদক্ষেপ বাতিল করা প্রয়োজন ছিল।

তিনি আরও বলেন, জনগণ ভোটকেন্দ্রে যেতে পারলে জাতীয় পার্টির বিজয় সুনিশ্চিত। আওয়ামী লীগ সরকার পরপর দুটি নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এই ভোটের অধিকার ফিরিয়ে আনতে গেলে সরকারকে সচেতন হতে হবে, নির্বাচন কমিশনকে শক্তিশালী হতে হবে। 

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এরশাদ ক্ষমতায় থাকাকালীন সিটি করপোরেশন, পুলিশ লাইন্স, সড়কের সোডিয়াম বাতি, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জাদুঘর করেছেন। হাজার হাজার রাস্তা খুলনায় হয়েছে। 

এ সময় দলটির প্রতিষ্ঠাতার কবর জিয়ারতের সময় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, রংপুর জেলা-মহানগর কমিটির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএ আল মামুন, ওলামা পার্টির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক এসএম আনিসুর রহমান, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসির আরাফাত জীবনসহ রংপুর ও খুলনা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম