Logo
Logo
×

সারাদেশ

‘৫ লাখ মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে’

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৭:৫২ পিএম

‘৫ লাখ মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে’

ভোলায় ঘূর্ণিঝড় ‘মোখা’ ধেয়ে আসার শেষ মুহূর্তে শনিবার বিকালে শতাধিক আশ্রয় কেন্দ্রে ২০ হাজারের অধিক মানুষ আশ্রয় নিয়েছেন। জেলা সদরের কাচিয়া মাঝের চরের মুজিব কিল্লায় গবাদি পশুর সঙ্গে আশ্রয় নেন পাঁচ হাজার মানুষ। ওই চরে রয়েছে ১০ হাজার মানুষ।

তাদের শুকনো খাবার দেওয়া হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব ও ইউএনও তৌহিদুল ইসলাম।

জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী জানান, জেলায় ৭৪৬টি আশ্রয় কেন্দ্রে ৫ লাখ মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। দুর্গম চর থেকে মানুষদের পাড়ে নিয়ে আসা হচ্ছে।

ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-বরিশাল ও ঢাকা রুটে লঞ্চ ফেরি বন্ধ থাকলেও সকালে রাজারহাট সি ঢাকার দিকে ছেড়ে গেছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিকাল পর্যন্ত এলাকায় কোনো বাতাস ছিল না। নদী শান্ত রয়েছে। রাতে ঝড়ের তাণ্ডব শুরু হতে পারে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম