Logo
Logo
×

সারাদেশ

সোনালী ব্যাংকে ছিনতাইয়ের শিকার ট্রাফিক পুলিশ

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৩, ০৯:৪৮ পিএম

সোনালী ব্যাংকে ছিনতাইয়ের শিকার ট্রাফিক পুলিশ

ভোলা জেলা সদরে সোনালী ব্যাংক প্রধান শাখায় বৃহস্পতিবার দুপুরে স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলে ৫ লাখ ৪০ হাজার টাকা জমা দেওয়ার সময় সংঘবদ্ধ একটি চক্র মুহূর্তের মধ্যে ট্রাফিক কনস্টেবলের হাতে থাকা শপিং ব্যাগ কেটে ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে যায়।

ভিডিও ফুটেজ দেখে ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়। ওই চক্রের বাড়ি খুলনা অঞ্চলে বলে জানান ভোলা থানার ওসি শাহীন ফকির। গেল ৩ দিনে ভোলা শহরে দিনের বেলা ঘরের তালা ভেঙে ৪ বাড়িতে চুরি করে স্বর্ণালংকার ও টাকা লুটে নেয় তারা। 

সোনালী ব্যাংকে টাকা লুটের খবর পেয়ে ডিবি সদস্যরা অভিযান চালিয়ে আটক দুইজনের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করেছেন বলে জানান ডিবির ওসি এনায়েত হোসেন।

ট্রাফিক কনস্টেবল জানান, স্ত্রীসহ তিনি ব্যাংকে যান। টাকা জমা দিতে গিয়ে ব্যাগ কাটা দেখে বিষয়টি ম্যানেজারকে জানালে তিনি তাৎক্ষণিক প্রধান গেট বন্ধ করে দেন। একইসঙ্গে পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে খবর দেন ব্যাংক ম্যানেজার মো. কাদের। 

ওসি জানান, আটক দুইজন একটি শক্তিশালী চক্রের সদস্য। এরা এমন ঘটনা আরও করেছে। তাই এদের জিজ্ঞাসাবাদ চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম