বরিশালের কীর্তনখোলা নদীতে তেলের ট্যাংকার বিস্ফোরণে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।
জাহাজের ভেতরে ইঞ্জিন রুমে সংঘটিত এ বিস্ফোরণের ফলে ২ জন নিহত হওয়া ছাড়াও ১ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ইঞ্জিন রুম প্রচণ্ড উত্তপ্ত থাকায় সেখানে ঢুকে উদ্ধার কাজ চালাতে পারছে না ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, ৩ দিন আগে জ্বালানি তেল নিয়ে এমটি এবাদ ১ নামের জাহাজটি বরিশালে পৌঁছে কীর্তনখোলা নদীতে নোঙর করে। আজ বিকালে এখনকার মেঘনা ডিপোতে তেল খালাস করার কথা ছিল। বিকাল ৫টার দিকে ইঞ্জিন রুমে থাকা এয়ার কমপ্রেসার মেশিন চালু করার সাথে সাথে জাহাজে বিস্ফোরণ ঘটে।
এ সময় ইঞ্জিন রুমে থাকা ৬ জনের মধ্যে ৩ জন বেরিয়ে এলেও ২ জনের মৃত্যু ঘটে এবং একজন নিখোঁজ হন। যে দুজন মারা গেছেন তারা হলেন চট্টগ্রামের বাবুল কান্তি দাস এবং স্বাধীন হালদার।
ইঞ্জিন রুমের ভেতর প্রচণ্ড উত্তপ্ত থাকায় উদ্ধার অভিযান চালাতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। জাহাজটি বর্তমানে কীর্তনখোলা নদীর পূর্ব তীরে রয়েছে। জাহাজে জলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।