Logo
Logo
×

সারাদেশ

রাঙামাটিতে বাম্পার ফলনে চাষির মুখে হাসি

Icon

সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি 

প্রকাশ: ০৯ মে ২০২৩, ০৫:১৮ পিএম

রাঙামাটিতে বাম্পার ফলনে চাষির মুখে হাসি

এবার রাঙামাটিতে আমের বাম্পার ফলন হয়েছে। এতে চাষিদের মুখে ফুটেছে হাসি। মৌসুম শুরুর দিকে সম্প্রতি ঝড়ে মুকুল ও কচি ফল ঝরে না গেলে আরও বিস্তর ফলন পাওয়া যেত। এরপরও কয়েক দিনের মধ্যে ব্যাপক ঝড়বৃষ্টি হলে মারাত্মক ক্ষতির শঙ্কায় রয়েছেন বলে জানান কৃষকরা। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় এবার তিন হাজার ৬০০ হেক্টর জমিতে আমের চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল। লক্ষ্যমাত্রা অনুযায়ী চাষবাদও হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রতি হেক্টরে ১২ টন। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা যাচ্ছে। সে হিসাব অনুযায়ী জেলায় বর্তমান সর্বনিম্ন বাজারদরে ২০০ কোটি টাকার অধিক আম বিক্রি হবে। এখন বাজারে আসছে দেশি জাতের আম। আম্রপালি, রুপালি, ফজলি, ল্যাংড়া, রাঙ্গুয়াই জাতের আম এখনো পাকেনি। 

কৃষি সম্প্রসারণ অধিদফতর রাঙামাটির উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিন চাকমা বলেন, এ জেলায় গত বছরের চেয়ে এবার আমের ফলন প্রচুর- যা বাম্পারফলন বলা যায়। জেলায় লক্ষ্যমাত্রা অনুযায়ী আমের চাষাবাদ হয়েছে। ২০০ কোটি টাকার অধিক আম বিক্রি বা বাণিজ্য হবে বলে নির্ধারণ করা হচ্ছে।
 

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম