
প্রিন্ট: ১৯ এপ্রিল ২০২৫, ০৩:০৩ এএম
তালাবদ্ধ ঘর থেকে গলাকাটা লাশ উদ্ধার

জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৩:১৯ এএম

আরও পড়ুন
গাজীপুর সদর উপজেলার একটি বাসার তালা ভেঙে আশরাফুল আলম (২৫) নামে এক গার্মেন্টস শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনা নিয়তের মা-বাবা পলাতক রয়েছেন।
শনিবার রাত ৯ টায় সদর উপজেলার বাঘের বাজার শিরিরচালা এলাকায় স্থানীয় হযরত আলী ভাড়া বাসার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আশরাফুল নেত্রকোনার মোহনগঞ্জ থানার কানুহারী গ্রামের ওমর ফারুকের ছেলে। সে মা-বাবার সঙ্গে স্থানীয় হযরত আলীর বাসায় ভাড়া থেকে স্থানীয় জে এল ফ্যাশন লিমিটেড কারখানায় চাকরি করতেন।
স্থানীয়রা এবং পাশের ভাড়াটিয়াদের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে নিহত আশরাফুল ও তার মা-বাবার রাতে একই কক্ষে থাকেন। ভোরে তার মা-বাবার ঘুম থেকে উঠে ঘরে তালা লাগিয়ে বের হয়। পরবর্তীতে অফিসের সময় পার হয়ে গেলেও তারা সারা দিন ফিরে আসেনি। এবং তাদের ছেলেও ঘর থেকে বের হয়নি। সারাদিন কোন সারা শব্দ না পাওয়ায় পাশের ভাড়াটিয়ারা শনিবার সন্ধ্যায় তাদের ছেলে আশরাফুলকে ডাকতে থাকেন। কিন্তু কোন সাড়া শব্দ না পাওয়ায়, বিষয়টি সন্দেহজনক হলে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে গলাকাটা লাশ দেখতে পায়।
পরে জয়দেবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে শনিবার রাতে লাশ উদ্ধার করে। নিহত আশরাফুলের মা-বাবাকে ‘পাওয়া যাচ্ছে না’ বলে পুলিশের ভাষ্য।
জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল চন্দ্র সরকার জানান, শিরিরচালা এলাকার স্থানীয় হযরত আলী ভাড়া বাসার একটি কক্ষ থেকে গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এসময় নিহত আশরাফুলের মা-বাবার পলাতক আছেন বলে জানান তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।