অর্থনৈতিকভাবে দেশ এখন তলাবিহীন ঝুড়ি: আবুল কাশেম
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ০৬ মে ২০২৩, ১০:০৬ পিএম
জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সিনিয়র সদস্য ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কাশেম বলেছেন, অর্থনৈতিকভাবে দেশ এখন তলাবিহীন ঝুড়ি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। বর্তমান পরিস্থিতি মোকাবেলা এবং আগামীর সুখ, সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে জাতীয় পার্টিকে অর্থাৎ লাঙল মার্কায় আমাকে ভোট দিন এবং জিএম কাদেরের নেতৃত্বে সরকার গঠনে সহযোগিতা করুন।
টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের জাতীয় পার্টির যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আর বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলেই এদেশের জনগণ গণতন্ত্রের প্রকৃত স্বাদ উপভোগ করেছেন। জাতীয় পার্টির শাসনামল ছিল স্বর্ণযুগ। সে সময়ে মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি ছিল। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ছিল।
শুক্রবার সন্ধ্যায় আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি সদর উপজেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট আবু তাহের। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির সদর উপজেলা শাখার সদস্য সচিব ফকির শাহ্ আলম।
বাঘিল ইউনিয়ন শাখার আহবায়ক ইউসুফ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নেতা মাহবুব হাসান, বাঘিল ইউনিয়ন শাখার সদস্য সচিবসহ ওয়ার্ড ও স্থানীয় নেতৃবৃন্দ। উভয় ওয়ার্ডে ৪১ সদস্যের আলাদা আলাদা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।