Logo
Logo
×

সারাদেশ

বাসচাপায় স্ত্রী নিহত, হাসপাতালে স্বামী

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৬ মে ২০২৩, ০৮:০৮ পিএম

বাসচাপায় স্ত্রী নিহত, হাসপাতালে স্বামী

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুত্বর আহত স্বামীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসরিন সুলতানা (৪২) পল্লি বিদ্যুৎ সমিতির দুর্গাপুর জোনাল অফিসে বিলিং সহকারী পদে কর্মরত ছিলেন। তার স্বামীর নাম আবু তালেব (৫০)। রাজশাহীর দুর্গাপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামে তাদের বাড়ি। 

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, সন্ধ্যায় রামেক হাসপাতাল থেকে রোগী দেখে মোটরসাইকেলে দুর্গাপুর ফিরছিলেন নাসরিন ও তার স্বামী আবু তালেব। 

বিনোদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা দুজনকে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক নাসরিনকে মৃত ঘোষণা করেন। নাসরিনের স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি জানান, দুর্ঘটনার পর বাসটি খাদে পড়ে যায়। সেটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যান। আইনগত প্রক্রিয়া শেষে নাসরিনের লাশ স্বজনদের কাছে হন্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম