ধোবাউড়া সীমান্তে তাণ্ডব চালিয়েছে বন্যহাতির দল। ঘোষগাঁও ইউনিয়নের গলইভাঙ্গা গ্রামে বৃহস্পতিবার রাতভর হাতির তাণ্ডব চলে।
এদিকে হাতির ভয়ে শুক্রবার সকাল থেকে আধাপাকা ও কাঁচা ধান কেটে ফেলছেন কৃষকরা।
দীর্ঘ এক মাস ধরে সীমান্তে হাতির তাণ্ডব চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ইতোমধ্যে হাতির তাণ্ডবে প্রাণহানি ঘটেছে দুজনের।
সরেজমিন দেখা যায়, গলইভাঙ্গা গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল হকের একটি আখখেত লন্ডভন্ড করে দিয়েছে হাতির দল। এতে অন্তত পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এছাড়া কৃষকের বোরো ধানখেত ও ঘরবাড়িতে তাণ্ডব চালিয়েছে হাতির দল।
উপজেলা বনবিভাগের ভিট অফিসার ছায়েদুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, হাতি তাড়ানোর মতো আমাদের কোনো টিম নেই। তবে আমরা মানুষকে পরামর্শ দিচ্ছি।