Logo
Logo
×

সারাদেশ

‘অতীতে সারের অভাবে ফসল ফলাতে পারত না কৃষক’

Icon

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৩, ০৯:৪৫ পিএম

‘অতীতে সারের অভাবে ফসল ফলাতে পারত না কৃষক’

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। অতীতে যারা ক্ষমতায় ছিল তখন কৃষকরা সারের অভাবে ফসল ফলাতে পারত না। এ সরকারের আমলে দেশে সারের কোনো অভাব নেই। কৃষকরাই আমাদের মূল শক্তি। কৃষিক্ষেত্রে কৃষি সরঞ্জামাদি আমরা যান্ত্রিকায়ন করছি, যাতে কৃষকরা লাভবান হয়।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার মনোহরদীতে উপজেলা কৃষক লীগের নেতাকর্মীদের নিয়ে তিনজন দরিদ্র কৃষকের ধান কেটে দেন শিল্পমন্ত্রী। ধান কাটা শেষে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, এই বোরো মৌসুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে কৃষকের ধান কেটে দিচ্ছেন কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আমার নির্বাচনি এলাকাতেও দলের নেতাকর্মীরা সমবেতভাবে কৃষকের পাশে দাঁড়িয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার হেতেমদী গ্রামের দরিদ্র তিন কৃষক মানিক, সুমন ও রফিক। তারা তাদের পাঁচ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেন। এবার আবহাওয়া অনুকূল থাকায় এবং পোকামাকড় ও রোগবালাই দেখা না দেওয়া তাদের আবাদ বেশ ভালো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম