Logo
Logo
×

সারাদেশ

‘তথ্য-প্রযুক্তি জ্ঞানসম্পন্ন প্রজন্ম দরকার’

Icon

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৩, ১০:৪৩ পিএম

‘তথ্য-প্রযুক্তি জ্ঞানসম্পন্ন প্রজন্ম দরকার’

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তথ্য-প্রযুক্তি জ্ঞানসম্পন্ন প্রজন্ম দরকার। তথ্য প্রযুক্তিতে নতুন প্রজন্মকে এগিয়ে নিতেই সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ পৌঁছে দিচ্ছে। এরপরও একটি কুচক্রী মহল সরকারের এ উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সরকারের এ উন্নয়ন অগ্রযাত্রা ও অর্জিত স্ট্যাবিলিটি যাতে অক্ষুণ্ন থাকে তাই শিক্ষক সমাজকে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। 

নরসিংদীর মনোহরদীতে ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। 

শিল্পমন্ত্রী বলেন, আজ প্রাথমিক বিদ্যালয়ে যে ল্যাপটপ বিতরণ করা হলো তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায়; যা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, জেলা শিক্ষা অফিসার মো. বায়েজিদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা ভাইস চেয়ারম্যান এমএস ইকবাল আহমেদ, জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান তামান্না, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দীন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম