ফাইল ছবি
চাটখিল উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আবুল বাশার (৪০) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, আবুল বাশার স্থানীয় মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে ইরি-বোরো ধানের খড় শুকানোর কাজ করছিলেন। এ সময় এলাকার চিহ্নিত বখাটে রেদোয়ান (২২), ইয়াছিন (২০) ও ইয়াকুবের (১৮) নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী বাশারকে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাকে চাটখিল সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
বাশারের ভাতিজা শামিম জানান, একই বাড়ির রেদোয়ানদের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই ঘটনায় জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খুনিদের গ্রেফতারে জোর চেষ্টা চালানো হচ্ছে।