মধুপুরে বন্ধুদের হাতে যুবক খুনের অভিযোগ
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৩, ১০:৫৯ পিএম
ছবি: যুগান্তর
টাঙ্গাইলের মধুপুরে বনের আনারস বাগান থেকে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বনাঞ্চলের শোলাকুড়ি ইউনিয়েনের পীরগাছা তেমাথা এলাকার বহেরা তলার সোহেলের আনারস বাগানে আনারসের চারা ও মরা পাতা জঙ্গল দিয়ে ঢাকা অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
মুখ থেঁতলানো লাশটি হরিণধরা গ্রামের ফজলুল হকের ছেলে শমসের আলীর (২৮) বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, গত রাতে কয়েক বন্ধু মিলে গারো বাড়িতে মদপান করতে গিয়ে সামান্য বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে বলে শুনেছি। শমসেরের মৃত্যু এ ঘটনার সঙ্গে সম্পর্ক থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। আর এ সন্দেহ থেকে স্থানীয়রা বাবু নামের এক বন্ধুকে আটক করে গাছের সঙ্গে বেঁধে মারপিট করে। সেখান থেকে কৌশলে ছাড়িয়ে নিয়ে তাকে ইউনিয়ন পরিষদে রাখা হয়। পরে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল আমিন জানান, ঘটনার তদন্ত চলছে।