কালীগঞ্জে এসআইয়ের কাণ্ড
ফিলিং স্টেশনে ঢুকে ফিল্মি স্টাইলে পরীক্ষার্থীকে মারধর
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৩, ০৬:২৯ পিএম
গাজীপুরের কালীগঞ্জে পুলিশের এক সাব ইন্সপেক্টরের কাণ্ড দেখে হতবাক স্থানীয়রা! ফিলিং স্টেশনে ঢুকে এক এইচএসসি পরীক্ষার্থীকে মাথার চুলে ধরে ফিল্মি স্টাইলে বেধরক মারধরের অভিযোগ উঠেছে কালীগঞ্জ থানার এসআই মাজহারুল হক ও তার চার সহযোগীর বিরুদ্ধে।
সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আজমতপুর বিশ্বরোড চৌরাস্তা এলাকার কেএন এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে বিষয়টি অবগত হলাম। থানার ওসির সঙ্গে কথা বলে আপনাদের জানাচ্ছি।
সরেজমিন ওই পাম্পের সিসি ফুটেজে দেখা গেছে, এইচএসসি পরীক্ষার্থী রিফাত সোমবার রাতে কেএন এন্টারপ্রাইজের অফিস রুমে ঘুমিয়ে ছিল। আকস্মিক রাত ২টার দিকে কালীগঞ্জ থানার এসআই মাজহারুল হকসহ সাদা পোশাকধারী আরও চারজন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ফিলিং স্টেশনের অফিস রুমে ঢুকে করে ঘুমিয়ে থাকা রিফাতকে ডেকে তুলে সোহাগ নামে একজনের মোবাইল নম্বর দিতে বলেন। নম্বর দিতে না পারায় কিছু বুঝে উঠার আগেই ওই শিক্ষার্থীর মাথার চুল, কান ধরে ফিল্মি স্টাইলে মারধর করে। পুলিশের এমন কাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ঘটনার সঙ্গে জড়িত থানার এসআই মাজহারুল হকের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে কথা আছে বলে থানায় আসতে বলেন। পরে সাদা পোশাকধারী বাকিদের পরিচয় জানতে চাইলে তিনি সুকৌশলে এড়িয়ে গিয়ে নিউজ না করার জন্য অনুরোধ করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, বিষয়টি আমার জানা ছিল না, আপনাদের মাধ্যমে জানলাম। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।