Logo
Logo
×

সারাদেশ

ট্রেনে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৩, ১১:১৩ পিএম

ট্রেনে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতর শেষে ট্রেনে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। যাত্রীরা পরিবার পরিজনসহ ঢাকায় ফিরছেন। সোমবার  বিকালে পোড়াদহ থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী শাটল ট্রেনের বগীসহ ট্রেনের ভেতর ও বাইরে যাত্রীদের উপচেপড়া ভিড়ের চিত্র দেখা যায়।

ঢাকামুখী ট্রেনের অধিকাংশ যাত্রীরা বলছেন, ঈদ শেষে ট্রেনে যাত্রীদের একটু চাপ নিয়েছে। দবে আরেও বেশি ভিড় হচ্ছে ট্রেন নির্ধারিত সময়ে না আসাতে। সময় মতো ট্রেন স্টেশনে না আসাতে আমাদের যাত্রীদের বগিতে দাঁড়িয়ে থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও ট্রেনের ভাড়া কম থাকায় ঢাকামুখী যাত্রী ট্রেনে বেশি হচ্ছে বলে জানান তারা।

এ বিষয়ে পাংশা ও গোয়ালন্দের ট্রেনের দায়িত্বে থাকা (মিট) আরিফ সিকদার বলেন, মঙ্গলবার থেকে পুরোদমে গার্মেন্টস শিল্প চালু হবে। সে কারণে গার্মেন্টস কর্মীরা ঢাকামুখী হওয়ায় ট্রেনে বেশি ভিড় দেখা যাচ্ছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম