মে দিবসে বরিশালে বিভিন্ন সংগঠনের সমাবেশ র্যালি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০১ মে ২০২৩, ০৭:১৮ পিএম
মহান মে দিবস উপলক্ষ্যে বরিশালে সমাবেশ, আলোচনা সভা ও র্যালি হয়েছে। নগরীর প্রাণকেন্দ্র সদর রোডসহ বিভিন্ন স্থানে সোমবার দিনভর এই কর্মসূচি হয়। এসব কর্মসূচির আয়োজন করে শ্রমিক লীগ, শ্রমিক দল এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টসহ জেলা প্রশাসন।
নগরীর সদর রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দুপুরে জেলা ও মহানগর শ্রমিক লীগ আলোচনা সভা করেছে। পরে নেতাকর্মীরা নগরীতে একটি র্যালি বের করেন। সভায় বক্তৃতা দেন প্রধান অতিথি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।
বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার। সভাপতিত্ব করেছেন মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন। অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে প্রধানমন্ত্রীর প্রার্থীকে বিজয়ী করতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান মেয়র প্রার্থী খোকন।
সকালে নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ের সামনে দুপুরে সমাবেশ করে জেলা ও মহানগর শ্রমিক দল। মহানগর আহ্বায়ক ফয়েজ আহম্মেদ খান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, বিশেষ অতিথি ছিলেন দলের সহ-সাংগঠনিক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, জেলা বিএনপি (দক্ষিণ) আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ প্রমুখ।
সরোয়ার বলেন, এই সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে। তাই অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনে আরও গতি আনার আহ্বান জানাচ্ছি।
নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সভা ও বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখা। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সহসভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শহীদ হাওলাদারের সঞ্চালনায় বক্তৃতা দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। সভায় বক্তারা ব্যাটারিচালিত যানের লাইসেন্স, আলাদা সাইডলেন দেওয়ার দাবি করেন। এছাড়া আট ঘণ্টা কর্মঘণ্টা নিশ্চিত, নিয়োগপত্র ও পরিচয়পত্রের দাবি জানানো হয়।
বরিশাল আঞ্চলিক শ্রম দপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে সকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে মহান মে দিবস উপলক্ষে র্যালি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক জাহাঙ্গির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর শ্রমিকলীগ সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস প্রমুখ। পরে অতিথিরা জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় অংশ নেন।