Logo
Logo
×

সারাদেশ

পলাশবাড়ি পৌর জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৩, ০৫:৫৫ পিএম

পলাশবাড়ি পৌর জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

নাশকতা মামলায় গাইবান্ধার পলাশবাড়ি পৌর জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পলাশবাড়ি পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পলাশবাড়ি থানার ওসি মাসুদ রানা জানান, উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম ওরফে ককটেল তাজুল দীর্ঘদিন ধরে গোপন কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার নেতৃত্বে জ্বালাও পোড়াও আন্দোলনের নেতৃত্ব দিয়ে বিভিন্ন নাশকতার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পলাশবাড়ি থানাসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। সে পুলিশের নজর এড়িয়ে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিলেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম