Logo
Logo
×

সারাদেশ

দাউদকান্দিতে সন্ত্রাসীর গুলিতে যুবলীগ নেতা নিহত

Icon

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২৮ পিএম

দাউদকান্দিতে সন্ত্রাসীর গুলিতে যুবলীগ নেতা নিহত

কুমিল্লার দাউদকান্দিতে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর বাজারের ব্যাবসায়ী মো. জামাল হোসেন দুর্বিত্তের গুলিতে নিহত হয়েছেন। 

রোববার রাত ৮টার দিকে দাউদকান্দির উপজেলার গৌরীপুর বাজার ঈদগাহ ময়দানের সামনে ঘটনাটি ঘটেছে।

নিহত যুবলীগ নেতা তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহীদ আল-হাসান। 

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, রাত সাড়ে ৮টার দিকে জামাল নামের একজনকে আনা হয়। তিনি গুলিবিদ্ধ ছিলেন। তাকে মৃত ঘোষণার পর আত্মীয়-স্বজনরা তার মরদেহ নিয়ে যান।

তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ বলেন, হত্যার ঘটনাটি শুনেছি।

জামাল তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তবে তার রাজনৈতিক সক্রিয়তা বেশি ছিল দাউদকান্দি কেন্দ্রিক।

গৌরিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, রাত ৮টার দিকে গৌরিপুর পশ্চিম বাজারে গুলির শব্দ পাই। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখি কিছু লোক একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। শুনেছি বোরকা পরে এসে তাকে গুলি করা হয়েছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম