Logo
Logo
×

সারাদেশ

বন কর্মকর্তাকে শোকজ

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০৪ পিএম

বন কর্মকর্তাকে শোকজ

অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ ঈশ্বরদীতে এক বন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। রোববার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) টিএম রাহসিন কবির শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এলাকাবাসী জানান, গত সোমবার ঝড়ে ৮-১০টি বাবলা গাছ হেলে পড়ে ও ভেঙে যায়। নিয়মানুযায়ী ঝড়ে ভেঙে পড়া এসব গাছ বিক্রি করতে হলে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কমিটির অনুমতি নিতে হয়। বন কর্মকর্তা ইসমাইল হোসেন এসব নিয়ম না মেনে ক্ষতিগ্রস্ত ৮-১০টিসহ ৫৮টি গাছ কেটে ফেলেন। 

ইসমাইল হোসেন বলেন, শোকজের কথা শুনেছি, এখনো হাতে কাগজ পাইনি। অফিসে গেলে জানতে পারব। ঝড়ে ভেঙে পড়া সাতটি গাছ কাটা হয়েছে।

টিএম রাহসিন কবির বলেন, কমিটির সিদ্ধান্ত না নিয়ে এবং উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া গাছ কাটায় বন কর্মকর্তা ইসমাইল হোসেনকে শোকজ করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব চাওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম