গাসিক নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় টিম গঠন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ১১:১৫ পিএম
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচন উপলক্ষে নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় টিম গঠন করা হয়েছে।
এতে টিম লিডার হলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। এছাড়া টিমের সমন্বয়ক হলেন আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এতে উপদেষ্টা হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
কমিটির অন্য সদস্যরা হলেন- লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি, অ্যাড. কামরুল ইসলাম এমপি, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সিমিন হোসেন রিমি এমপি, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নজিবুল্লাহ হিরু, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি, মহিলাবিষয়ক সম্পাদক জাহানারা বেগম, যুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাড. মৃনাল কান্তি দাস এমপি, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক শ্রী অসীম কুমার উকিল এমপি, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যকরী সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, অ্যাড. তারানা হালিম, অ্যাড. সানজিদা খানম, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু এমপি, মোহাম্মদ সাইদ খোকন, উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও র্মিল কুমার চ্যাটার্জি।
সোমবার মির্জা আজম এ কমিটিতে স্বাক্ষর করেন।
নির্বাচনকে অর্থবহ ও সুন্দর করে দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে তারা কাজ করবেন।
এদিকে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. মো. আজমত উল্লা খান ছাড়াও স্বতন্ত্র হিসেবে দলের সমর্থিত নেতা ও সমর্থক আরও চারজন মেয়র প্রার্থীসহ সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে প্রতি ওয়ার্ডেই ৩ থেকে ১২জন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দানের শেষ দিন ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত মেয়র পদে ১২ জন, সংরক্ষিত আসনে ৮২ জন ও সাধারণ আসনে ২৯৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে ৪০-৫০জন ছাড়া সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতা।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি বলেন, একাধিক কাউন্সিলর প্রার্থী নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড দলীয় প্রার্থী হিসেবে আজমত উল্লা খানকে নৌকা প্রতীক দিয়েছে। তাই তাকে নির্বাচিত করতে কেন্দ্রের নির্দেশনা মতে আমরা সব শক্তি নিয়ে মাঠে থাকব।