Logo
Logo
×

সারাদেশ

গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ১১:০৬ পিএম

গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

মুলাদীতে জমি দখল করতে দুই শতাধিক চারা গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। 

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার গলইভাঙা গ্রামের আলীর মোড় এলাকায় মাসুদ তালুকদারের বাগানের গাছ কেটে দেওয়া হয়। 

একই গ্রামের মোবারক সরদার ও তার লোকজন গাছ কেটে ফেলেছেন বলে জানিয়েছেন বাগান মালিক। 

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় মাসুদ তালুকদার বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। 

মাসুদ তালুকদার বলেন, ‘দীর্ঘদিন ধরে আলীর মোড় এলাকায় ওই জমিটি আমরা ভোগদখল করছি। ৪০ বছর আগে মোবারক সরদার ও তার লোকজন পার্শ্ববর্তী একটি জমি কিনি। সেই জমিতে তারা বাগান করে ভোগদখল করছেন। ৭/৮দিন আগে মোবারক সরদার তাদের জমি থেকে প্রায় তিন লাখ টাকার গাছ বিক্রি করেন।  শনিবার মোবারক সরদার লোকজন নিয়ে আমাদের জমি দখল করতে আসেন। ওই সময় তারা দুই শতাধিক চারা গাছ কেটে ফেলে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছেন।’

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মল্ল বলেন, ‘বাগান উজাড় করার অভিযোগে পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম