Logo
Logo
×

সারাদেশ

নাতনিকে বাঁচাতে গিয়ে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধা নিহত

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ১১:১০ পিএম

নাতনিকে বাঁচাতে গিয়ে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধা নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে নাতনিকে মারধর থেকে বাঁচাতে গিয়ে ছেলের লাঠির আঘাতে এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

শুক্রবার সকালে তিনি বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার নিউ কাজলা গ্রামের কাজলী আকতার ময়না (৭০) ছেলের হাতে গুরুতর আহত হন।

গোপনে লাশ সোলারতাইড় গ্রামে বৃদ্ধার বাবার বাড়িতে আনা হলে বিকালে উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্বজনরা জানান, ময়না উপজেলার নিউ কাজলা গ্রামের মৃত সিদ্দিক প্রামানিকের স্ত্রী। তিনি ছেলে কাঠমিস্ত্রি আবদুল মোমিন প্রামানিকের (৪০) পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পারিবারিক কোনো বিষয়ে মোমিন তার মেয়ে মোমেনা খাতুনকে (১৩) শাসন করছিলেন। এক পর্যায়ে লাঠি নিয়ে মেয়েকে মারতে যান। এ সময় ময়না নাতনিকে বাঁচাতে এগিয়ে যান। মোমিনা সরে গেলে লাঠির আঘাত ময়নার মাথায় লাগে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।

এদিকে স্বজনরা এ হত্যাকাণ্ডের ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করেন। তারা পুলিশকে অবহিত না করে গোপনে লাশ তার বাবার বাড়ি সারিয়াকান্দির সোলারতাইড় গ্রামে নিয়ে যান। সেখানে তড়িঘড়ি করে দাফনের চেষ্টাও করা হয়। খবর পেয়ে ওসি সেখানে গিয়ে ময়নার লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠান। 

ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, নিহতের পরিবার থেকে হত্যা মামলা না দিলে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম