৩৫ শতাংশ জমির ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০৩:৫৮ পিএম
দুমকির কার্তিকপাশা গ্রামে রাতের আঁধারে কৃষকের ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ৩৫ শতাংশ জমির ড্রাগন গাছ কেটে ফেলায় অনেক ক্ষতি হয়েছে কৃষক সারোয়ার শামসুল আলমের।
বুধবার গভীর রাতে দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক সরোয়ার শামসুল আলম বলেন, পড়াশোনা শেষ করে উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক থেকে ঋণ করে বাগানটি কষ্ট করে গড়ে তুলেছি। কিন্তু দুর্বৃত্তরা এত বড় ক্ষতি করে দিলো আমার।
দুমকির উপজেলার কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। আমরা সরেজমিন গিয়ে ভুক্তভোগীকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করব।
দুমকি থানার ওসি আবুল বাশার বলেন, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।