শেরপুরে আল আমিন (২৫) নামে এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে মারা গেছেন। বুধবার সকালের দিকে অসুস্থ হওয়ার পর কারাগার কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করলে সকাল ৯টার দিকে তিনি মারা যান।
আল আমিন নকলা উপজেলার লয়খা গ্রামের শরাফত আলীর ছেলে। তিনি মারধর ও হত্যাচেষ্টার একটি মামলায় ৮০ দিন ধরে জেল কারাগারে হাজতি হিসেবে আটক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের ডেপুটি জেলার আব্দুস সেলিম। তিনি জানান, বুধবার সকাল ৮টার দিকে কারাগারের ভেতরে আল আমিন বুকে ব্যথা অনুভব করেন। অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে আল আমিন মারা যান।
ডেপুটি জেলার আরও জানান, ময়নাতদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আল আমিনের লাশ বুধবার বিকালে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।