Logo
Logo
×

সারাদেশ

ভাতিজার বাটামের আঘাতে চাচার মৃত্যু

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ০৯:০৯ পিএম

ভাতিজার বাটামের আঘাতে চাচার মৃত্যু

গোবর শুকানোকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বেলকুচিতে ভাতিজা মনিরুল ইসলামের বাটামের আঘাতে চাচা কৃষক সাইফুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নে সালদাইড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম একই গ্রামের তাজেল প্রামাণিকের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গোবর শুকানোকে কেন্দ্র করে চাচা-ভাতিজার পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এছাড়া টাকা লেনদেন নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চললে আসছিল। এ বিরোধে মঙ্গলবার সন্ধ্যার দিকে সাইফুলের স্ত্রী জোসনা খাতুনকে বেধড়ক মারপিট করে মনিরুল ও তার পরিবারের লোকজন।

পরে বিষয়টি তার আত্মীয়দের বাড়িতে জানাতে গেলে এই সুযোগে ভাতিজা মনিরুলের নেতৃত্বে তার মামা জয়ান, ছেলে আনিসুর, বোন জামাই আল আমিন মিলে বাড়িতে এসে এলোপাতাড়িভাবে বাটাম দিয়ে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় চাচা সাইফুলকে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বেলকুচি সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার সংকটাপন্ন হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে সিরাজগঞ্জ ও পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বুধবার সকালের দিকে সাইফুল ইসলাম মারা যান।

নিহতের স্ত্রী জোসনা বেগম জানান, কিছু টাকা ও গোবর শুকানোকে কেন্দ্র করে আমার স্বামীকে হত্যা করেছে মনিরুল ও তার স্বজনরা। তাদের বিচার ও ফাঁসি দাবি করছি।

এদিকে নিহতের ঘটনার পর থেকে মনিরুলের পরিবারের লোকজন বাড়ি তালাবন্ধ রেখে পালিয়েছে।

বেলকুচি থানার ওসি আসলাম হোসেন জানান, বিষয়টি আমরা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি বলে জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম