Logo
Logo
×

সারাদেশ

আমগাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ১২:৪৬ এএম

আমগাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

রাজবাড়ী সদর উপজেলায় একটি আমগাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ২জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দাদশী ইউনিয়নের নিজাতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দাদশী ইউনিয়নের ধুলদী কেষ্টপুর গ্রামের নজর আলী খানের ছেলে মিলন খান (৩০) ও হোসনাবাদ গ্রামের আকবর মণ্ডলের ছেলে সার্কাসম্যান ফকের মণ্ডল (৪৫)।

এ বিষয়ে দাদশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ রাত ১০ টার দিকে জানান, দুপুরে মিলন ও ফকের মোটরসাইকেল নিয়ে গ্রামের পাকা রাস্তা দিয়ে বড়দোয়াল থেকে কামালপুরের দিকে যাচ্ছিলেন। 


পথে নিজাতপুর গ্রামে সাবেক ইউপি সদস্য শাখাওয়াত হোসেনের বাড়ির সামনে গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আমগাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। 

এতে মাথায় ও বুকে আঘাত লেগে মিলন ও ফকের গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হলে ঢাকা নেওয়ার পথে বিকাল সাড়ে ৩টার দিকে মিলন খান ও সাড়ে ৫টার দিকে ফকের মণ্ডলের মৃত্যু হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম