Logo
Logo
×

সারাদেশ

বিষাক্ত মদপানে কুষ্টিয়ায় ৩ জনের মৃত্যু

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ১১:২৯ এএম

বিষাক্ত মদপানে কুষ্টিয়ায় ৩ জনের মৃত্যু

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, ফাইল ছবি

বিষাক্ত মদপানে কুষ্টিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও পাঁচজন। সোমবার ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, মৃতদের মধ্যে দুইজনের বয়স ৩০ বছরে নিচে। তারা হলেন- মিরপুর উপজেলার মশান বারুইপাড়া গ্রামের মৃত হানিফের ছেলে রতন (২১)  এবং ভেড়ামারা উপজেলার মো. রকিবুল আলমের ছেলে সিফাত উল্লাহ (২৭)। 

অপরজন হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে শাহিন। তার বয়স ৪৭ বছর। এ ছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও পাঁচজন। তারা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে পড়েছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন। তিনি জানান, রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এর মধ্যে শাহিন, রতন ও সিফাত উল্লাহ নামে তিনজন আজ ভোররাতে মারা যায়। ময়নাতদন্তের জন্য তাদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম