Logo
Logo
×

সারাদেশ

মাঝসাগর থেকে ট্রলারটি টেনে আনলেও জানতেন না ১০ লাশের কথা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ০৩:৫৮ এএম

মাঝসাগর থেকে ট্রলারটি টেনে আনলেও জানতেন না ১০ লাশের কথা

কক্সবাজারে মাছ ধরার ট্রলার থেকে অর্ধগলিত অবস্থায় দশজনের লাশ পাওয়া গেছে। রোববার রাতে নিহতদের আত্মীয় স্বজন ও জনপ্রতিনিধিরা পুলিশের কাছে তাদের পরিচয় শনাক্ত করেন। নিহতরা সবাই মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা।

ভাসমান সে ট্রলার টেনে তীরে নিয়ে আসেন অন্য এক ট্রলারের মাঝি গুরা মিয়া। তীরে ভেড়ানোর পর নিজের ট্রলার নিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রে চলে যান গুরা মিয়া। সেখান থেকে ফিরে এসে দেখেন, ভাসমান সে ট্রলার থেকে একে একে বের করা হচ্ছে মরদেহ।

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গুরা মিয়ার দাবি, ট্রলারটিতে কারা ছিল, কী ছিল, সে বিষয়ে তার ধারণা ছিল না। ভাসমান অবস্থায় দেখতে পাওয়ায় নিয়ে আসেন নিজের ট্রলারে বেঁধে। আনার পর নাজিরারটেক পয়েন্টে রেখে নিজের আহরণকৃত মাছ বিক্রি করতে যান মৎস্য অবতরণ কেন্দ্রে। তখনও জানতেন না ট্রলারটিতে মরদেহ রয়েছে।

দশজনের লাশ ট্রলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম