Logo
Logo
×

সারাদেশ

ঈদের আনন্দ উপভোগ করা হলো না কলেজছাত্রের

Icon

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ০৫:০৭ পিএম

ঈদের আনন্দ উপভোগ করা হলো না কলেজছাত্রের

পিরোজপুরের কাউখালীতে কলেজছাত্র মেহেদীর ঈদের আনন্দ উপভোগ করা হলো না। ঈদের আগের দিন শুক্রবার রাতে এক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার এক বন্ধু।

নিহত মেহেদী হাসান উপজেলার হোগলা বেতকা গ্রামে কামাল হোসেন সেন্টুর ছেলে। তিনি কাউখালী সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় আহত মো শাওন হোসেন পিরোজপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র।

জানা গেছে, শুক্রবার রাতে মেহেদী হাসান ও তার বন্ধু শাওন মোটরসাইকেলযোগে স্বরূপকাঠি থেকে বাড়ি ফিরছিলেন। রোঙ্গাকাঠী নামক স্থানে বিপরীত দিক থেকে দ্রুতবেগে আসা আর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মেহেদী সিটকে পরে যান। তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার বন্ধু শাওনকে গুরুত্বর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম