ঈদ উপলক্ষ্যে অসহায় ও দুস্থদের সহায়তার জন্য নরসিংদীর পলাশে ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। নামমাত্র মূল্যে এক কেজি পোলাও চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও একটি সাবানসহ ১০ প্রকারের খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। নাম রাখা হয়েছে ১০ টাকার বাজার।
বৃহস্পতিবার দুপুরে মালিতা যুব সংগঠনের উদ্যোগে এ ১০ টাকার বাজারের আয়োজন করা হয়। এতে দুই শতাধিক গরিব অসহায় ও দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন ও সংগঠনের সভাপতি মো. হানিফ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
হানিফ মিয়া বলেন, সমাজের সব শ্রেণির মানুষ মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করার লক্ষ্যে এ আয়োজন। ১০ টাকার বিনিময়ে এক কেজি করে পোলাও চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও একটি সাবানসহ ১০ প্রকারের খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।