অসহায় ৫ হাজার পরিবারের হাসি ফোটালেন মাসুম
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ০৯:৫৬ এএম
ঈদ উপহার দিয়ে অসহায় ও দুস্থ পাঁচ হাজার পরিবারে হাসি ফুটিয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. মাসুদুর রহমান মাসুম।
মঙ্গল ও বুধবার দুই দিনব্যাপী পিরোজপুর মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল-পোলাও চাল, চিনি, সেমাই, ডাল, গুড়ো দুধ, তেল ও লবণসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহিদ মো. বাদল।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
এ সময় অন্যদের মধ্যে ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহ্বায়ক ডা. আতিক উল্লাহ, ইউপি সদস্য সেলিম রেজা, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেন, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ, শাহাবুদ্দিন প্রধান, পৌর আওয়ামী লীগ নেতা মো. কবির হোসেন, আওয়ামী লীগ নেতা আবু হানিফ ও আলম চাঁন প্রমুখ।