Logo
Logo
×

সারাদেশ

শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে মোটরসাইকেলের ঢল

Icon

লৌহজং ও শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০৭:৩৯ পিএম

শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে মোটরসাইকেলের ঢল

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ছুটছেন তাদের আপন গন্তব্যে। নাড়ির টানে বাড়ি ফেরা এসব মানুষজন পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। বাসের পাশাপাশি মোটরসাইকেলেও বাড়ি যাচ্ছেন তারা।

আর এতে ঈদুল-ফিতরের ছুটির প্রথম দিন বুধবার সকাল থেকেই শিমুলিয়া ফেরিঘাটে মোটরসাইকেলের ঢল দেখা গেছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকেই ফেরি চলাচল শুরু হয়েছে। কুঞ্জলতা ও কলমিলতা নামের দুটি ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। আর ১১ কিলোমিটার দীর্ঘ এ নৌ-রুটটি পারি দিতে সময় লাগছে এক থেকে দেড় ঘণ্টা।

ফেরিতে মোটরসাইকেলের সঙ্গে যাত্রীরাও ফেরিতে করে পদ্মা পার হচ্ছেন। এদিকে শিমুলিয়া-মাঝিকান্দি নৌ-রুটে ৫টি লঞ্চ চলাচল করলেও লঞ্চঘাট রয়েছে যাত্রীশূন্য।

এদিকে পদ্মা সেতুর টোলপ্লাজা এলাকায় যানবাহনের চাপ থাকলেও সেতুর ছয়টি বুথ দিয়েই টিকিট কাটা হচ্ছে। ফলে যানজটের ধকল পোহাতে হচ্ছে না।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জিয়াউর হায়দার জানান, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও সেগুলো খুব সুন্দরভাবে পদ্মা সেতু দিয়ে পার হচ্ছে। মহাসড়কের বিভিন্ন স্থানে ও ঘাট এলাকায় নিরাপত্তার জন্য অসংখ্য পুলিশ সদস্য কাজ করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম